কোর্ডোবাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল
স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর ও করিম বেঞ্জেমার গোলে লা লিগায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ।গত সোমবার রাতে নিজেদের মাঠে লা লিগায় প্রথম ম্যাচে কোর্ডোবাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, কোর্ডোবাকে স্বাগত জানায় তারা। এবং সোমবার রাতে ছন্দে ফেরার মিশন নিয়ে মাঠে নামে অ্যানেচেলোত্তির শিষ্যরা।রিয়াল শুরু থেকেই চাপিয়ে খেলে দুর্বল কোর্ডোবার বিপক্ষে । এরই ধারাবাহিকতায় ৩০ মিনিটে সময় কর্নার পেয়ে যায় স্বাগতিকরা। টনি ক্রুসের কর্নার কিক থেকে উড়ন্ত বলে দারুণ হেডে মাধ্যেমে গোলে পরিণত করেন বেঞ্জেমা।এই গোলে শুভাতে ১-০ তে প্রথমার্ধের খেলা শেষ করেন রিয়াল।দ্বিতীয়ার্ধে রোনালদোর দূরপাল্লা শটে লক্ষ্য ভেদ করলে ২-০ গোলে ম্যাচ জিতে লা লিগার শিরোপা মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ।