ইরাকে শিয়া এলাকায় বোমা হামলায় নিহত ৪৩
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইরাকের বাগদাদ ও এর বাইরে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে সোমবার চালানো বিভিন্ন বোমা হামলায় ৪৩ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।এ দিন সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে পূর্ব বাগদাদে অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে। দুপুরে যোহরের নামাজের পর ওই মসজিদে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ অন্তত ১৫ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে।
দক্ষিণ বাগদাদের কারবালায় গাড়িবোমা হামলায় ১২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। বাবেলে দু’টি গাড়িবোমা হামলায় ১১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেএ ছাড়া দক্ষিণ বাগদাদে দু’টি আলাদা হামলায় পাঁচজন নিহত হয়েছে।এর আগে গত শুক্রবার দেশটির দিয়ালা প্রদেশে সুন্নি সম্প্রদায়ের এক মসজিদে শিয়া অস্ত্রধারীদের হামলায় ৭৩ মুসল্লি নিহত হয়।এদিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বিদ্রোহীদের সরকারের অধীনতা মেনে নিয়ে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।