হুমকির মুখে এবার বলিউড বাদশা শাহরুখ খান
বিনোদন ডেস্কঃ অন্ধকার জগতের হুমকির মুখে এবার বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বাই পুলিশ এই হুমকির সত্যতা স্বীকার করেছে। মঙ্গলবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই হুমকি পাওয়ার পর শাহরুখের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
সম্প্রতি বলিউডের এক প্রযোজক কারিম মোরানির জুহুর বাড়ির সামনে চার রাউন্ড গুলি চলে। খবরে প্রকাশ, সেখান থেকে পাওয়া একটি কাগজের টুকরোতে লেখা ছিল ‘পরবর্তী টার্গেট এসআরকে’।
বাদশা খানকে মুম্বাই পুলিশ আগে থেকেই নিরাপত্তা প্রদান করতো, এবার সেই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার চেষ্টা করা হলো।
পুলিশের সন্দেহ গ্যাংস্টার রবি পুজারি এই ঘটনার সঙ্গে জড়িত।
Posted in: বিনোদন