যৌন নির্যাতন প্রতিরোধ করতে সক্ষম নেলপালিশ!
রফিনল, এক্সন্যাক্স, জিএইচবি-এর মত কিছু ওষুধকে ডেট রেপ ড্রাগ বলা হয়। সারা বিশ্ব জুড়েই এই ওষুধগুলো নারীদের পানীয়র মধ্যে মিশিয়ে তাদের অচৈতন্য করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া তাদের উপর যৌন নির্যাতন করার ক্ষেত্রে এসব ওষুধের ব্যাপক প্রচলন রয়েছে।
আন্ডারকভার কালারস নামের এই নেলপালিশ ভয়ঙ্কর ডেট রেপ ড্রাগসের সংস্পর্ষে আসলেই রঙ পরিবর্তন করে ফেলে। ফলে নারীরা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন।আন্ডারকভারের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে, তারা নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী। তাদের লক্ষ্য এমন টেকনোলজি আবিষ্কার করা যার ফলে নারীরা যৌন নির্যাতন প্রতিরোধ করতে সক্ষম হবেন।
এই নেলপালিশের মাধ্যমে আঙুল দিয়ে নিজেদের পানীয় সামান্য নাড়াচাড়া করলেই তার মধ্যে ডেট রেপ ড্রাগসের উপস্থিতি টের পেয়ে যাবেন নারীরা।