এলজি’র নতুন ডূয়াল সিম স্মার্টফোন L70
প্রযুক্তি ডেস্কঃ কোরিয়ান ইলেক্ট্রনিক জায়ান্ট এলজি বাংলাদেশের বাজারে এনেছে ৪.৫” আইপিএস এলসিডি ডিসপ্লে ও আন্ড্রয়েড কিটকাট সম্বলিত অসাধারন এক স্মার্টফোন L70। মাত্র ৯.৫ মিলিমিটার পুরত্তের চমৎকার এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা কোয়ালকম এর স্নাপড্রাগন ২০০ চিপসেট, ১.২ গিগাহার্জ ডুয়াল কোর কর্টেক্স A7 প্রসেসর।ফোনটির ইন্টারনাল মেমোরি ৪ জিবি ও ১ জিবি, এক্সটারনাল মেমরি ৩২ জিবি পর্যন্ত বিস্তারযোগ্য।
lg-l70-dualএলজি স্মার্টফোনের ক্যামেরা সবসময়ই অপ্রতিদ্বন্দ্বী।এই ফোনটিতেও আছে এলইডি ফ্ল্যাশ সহ ট্রু ৫ মেগাপিক্সেল রিয়ার অটো ফোকাস ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।ডিস্প্লের সুরক্ষার জন্য আছে করনিং গরিলা গ্লাস ২। ফোনটির ২১০০ এমএএইচ ব্যাটারি নিশ্চিত করবে ৩৯০ ঘণ্টার দীর্ঘ স্ট্যান্ডবাই টাইম।এ বছর এলজি “most innovative mobile manufacturer of the year” এ্যাওয়ার্ড অর্জন করে।L70 স্মার্টফোনে ইনোভেটিভ ফিচার এর মধ্যে আছে “নক কোড”।সাদা ও কালো দুটি রঙ-এ ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪৯৯০ টাকায়।