স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারীতা নয়ঃ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ গণমাধ্যমের স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়—অধিকার ভোগ করার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এ সম্প্রচার নীতিমালা করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অসুস্থ্য ও দুস্থ সাংবাদিকদের সহায়তা ভাতা ও অনুদান প্রদানের অনুষ্ঠান তিনি এ কথা বলেন।সম্প্রচার নীতিমালা কখনোই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ভোগ করলে দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারীতা নয়।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টে শুধু সরকারী সহযোগীতা যথেষ্ট নয় এ জন্য গণমাধ্যেম মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে রাজনৈতিক ভুল করেছে তার খেসারতে এখন আবোল তাবোল বক্তব্য দিয়ে করছে বলে মন্ত্রব্য করেন শেখ হাসিনা।তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি কারার জন্য বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।