সাকিবের দল বদল নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি
স্পোর্টস ডেস্কঃ অলরাউন্ডার সাকিব আল-হাসানের প্রিমিয়ার লিগের দল বদল নিয়ে এক রকম ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত দল বদল সম্পন্ন হয়নি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।
শাস্তির মেয়াদ কমায় প্রিমিয়ার লিগে খেলতে পারবেন সাকিব। মঙ্গলবার এমনটি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সে সময় তিনি উল্লেখ করেন সাকিবের দল বদলের প্রক্রিয়াটি কিভাবে হবে তা ঠিক করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।
ফলে ধরে নেওয়া যাচ্ছিল দল বদল প্রক্রিয়ার দ্বিতীয়বারে অংশ নিয়ে দল বাছাই করতে পারবেন সাকিব।
কিন্তু বুধবার সিসিডিএম চেয়ারম্যান আ জ ম নাসিরুউদ্দিন বললেন ভিন্ন কথা।
তিনি বলেন, ‘সাকিবের বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার সিসিডিএম’র নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। সাকিব কোন প্রক্রিয়ায় দল বদল করবে তা বিসিবি সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।’
পরস্পর বিপরীত মুখী বক্তব্যের জন্য বিষয়টি নিয়ে ধোঁশার সৃষ্টি হয়েছে। ফলে এখনো ধারণা করা যাচ্ছে না আসলে কোন প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে প্রিমিয়ার লিগে সাকিব আল-হাসানের দল বদল প্রক্রিয়া।
তবে সিসিডিএম চেয়ারম্যান বলেন, যেহেতু ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। তাই খুব শিগগিরই বিসিবি সাকিবের দল বদল প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, ‘সাকিব পুলের খেলোয়াড়। সে নিষিদ্ধ না হলে স্বাভাবিক নিয়মেই দল বদল হতো। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। বুধ ও বৃহস্পতিবার সাকিবের দলবদল হচ্ছে না। ১০ অক্টোবর লিগ শুরু হবে। লিগ শুরু হওয়ার আগেই তার সম্পর্কে সিদ্ধান্ত চলে আসবে।’