বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আফতাব আহমেদ

ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আফতাব আহমেদ 

স্পোর্টস ডেস্কঃ  জাতীয় ক্রিকেট দল থেকে অবসর না নিলেও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আফতাব আহমেদ। ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুম খেলেই অবসরে যাবেন তিনি। যদিও গত মৌসুম থেকে অবসরে যাবার পরিকল্পনা করে আসছিলেন তিনি। ব্রাদার্স ইউনিয়নের হয়ে এবারের লিগে খেলবেন তিনি। গত আসরে খেলেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাজী ট্যাংকে। চট্টগ্রামের এই তারকা ক্রিকেটার ক্রিকেট কোচিংয়ে মনযোগী হয়েছেন।  চট্টগ্রামের তিনটি জায়গায় ক্রিকেট একাডেমি তৈরি করছেন তিনি। যার নাম দেয়া হয়েছে ‘আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি।’

aftab

আগামী নভেম্বরে যাত্রা শুরু করবে তার এই একাডেমি। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলবদল করতে এসে ঘরোয়া ক্রিকেট থেকে সরে যাবার ঘোষণা দিয়ে আফতাব বলেন, ‘এবারই আমার শেষ লিগ। এরপর প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে নেই।’ 
ক্রিকেট থেকে সরে যাবার পেছনের কারণ হিসেবে আফতাব বলেন, ‘ক্রিকেটটা এখন অনেক টাফ। ক্লাবের অফিসিয়ালরা ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন চিন্তা করে। এই বছর আমি খুব কম অফার পেয়েছি। সবকিছু মিলিয়ে আমি চিন্তা করছি এটাই সঠিক সময়। আমি যদি আরও একটু সময় নেই তবে বিষয়টি ঠিক হবে না।’ একাডেমি সম্পর্কে আফতাব বলেন, ‘চট্টগ্রামে একটি ক্রিকেট একাডেমি করেছি। এর প্রসেসিং চলছে। আমার ইচ্ছা কোচিং ক্যারিয়ারটা অনেক ওপরে নিয়ে যাওয়া। চট্টগ্রামে বর্তমানে ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। আমার ইচ্ছে চট্টগ্রামবাসীদের জন্য কোন কিছু করার। আবার যেন ক্রিকেটকে ভাল একটা জায়গায় নিয়ে আসতে পারি।’মারকুটে এই টপ অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া একমাত্র ওয়ানডে ম্যাচের অঘোষিত নায়কও তিনি। জাতীয় দলের হয়ে ১৬টি টেস্ট ও ৮৫টি ওয়ানডে খেলা হয়েছে আফতাবের। টেস্টে একটি অর্ধশতক সহ রান করেছেন ৫৮২ এবং ওয়ানডেতে ১৪টি অর্ধশতক সহ রয়েছে ১৯৫৪ রান। ১১টি টি-টোয়েন্টি খেলে রান করেছেন ২২৮।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone