ফারুকী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে সুন্নি সমর্থক ইসলামী সংগঠনগুলো।বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ছুন্নী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।
সমাবেশের বক্তারা অভিযোগ করেন, এ হত্যার সাথে জঙ্গি মদদদাতা জামায়াত ইসলামী বাংলাদেশ জড়িত বলে। বর্তমানে কয়েকশ নেতাকর্মী খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করছেন।সমাবেশে বক্তারা বলেন, শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত ২৪ ঘণ্টা সরকারকে সময় দেয়া হলো। এর মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে কী হবে জানি না।সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর মোজাদ্দেদী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদুল আলম রিজভী।