পৃথিবীটা যেন আমার হাতে ফিরে পেয়েছি
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া সন্তান ফিরে পেয়ে পিতা কাওছার হোসেন জানিয়েছেন, তিনি তার এক ছেলেকে সাংবাদিক এবং আরেক ছেলেকে র্যাব বানাবেন।
বৃহস্পতিবার উত্তরায় র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিব্যক্তি প্রকাশ করে কাওছার হোসেন এ কথা বলেন। এ সময় তিনি র্যাব ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান।
এ সময় উদ্ধার হওয়া নবজাতকের মা রুনা আক্তার বলেছেন, পৃথিবীটা যেন আমার হাতে ফিরে পেয়েছি।
বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের উত্তর কলমেশ্বর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব।
গত ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুই সন্তানের জন্ম দেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কাওছার হোসেনের স্ত্রী রুনা আক্তার। ওইদিন কান্না থামানোর কথা বলে অপরিচিত এক নারী মোছাঃ রাসেদা খানম পারভিন (৪৮) রুনার কাছ থেকে শিশুকে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি করেন এবং ডাক্তারের কাছে নিয়ে যান।
পরে এই পারভিনই সুযোগ বুঝে শিশুটিকে কান্না থামানোর কথা বলে কৌশলে চুরি করে নিয়ে যায়।
রুনা আক্তার জানান, তিনি তার বড় ছেলের নাম রেখেছেন ইয়াসিন হোসেন এবং ছোটটির (উদ্ধার হওয়া) নাম রাখেন এখলাস হোসেন। নাম দুটো তারা স্বপ্নে পেয়েছেন।
তিনি অন্য সকল মায়েদের প্রতি আকুতি জানিয়ে বলেন, আমার মতো ভুল যেন আর কোনো মায়েরা না করেন।