বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জিয়া পরিবারের বিরুদ্ধে কটুক্তি করে পার পাওয়া যাবে না: মির্জা আলমগীর

জিয়া পরিবারের বিরুদ্ধে কটুক্তি করে পার পাওয়া যাবে না: মির্জা আলমগীর 

ডেস্ক রিপোর্টঃ জিয়া পরিবার নিয়ে সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করবেন আর জনগণ তা দেখে তামাশা করবে সেটি ভাববেন না। ইট মারলে পাটকেল খেতেই হবে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে ২০-দলীয় জোটের জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রীসহ নেতারা নানা কথা বলেন। আর আমাদের নেতা তারেক রহমান তার জবাব দেন। তখন আপনাদের সেই কথা গায়ে লেগে যায়। পাটকেল খেয়ে সরকারের মন্ত্রীরা বেসামাল হয়ে পড়েছেন। কিন্তু আগেই চিন্তা করা উচিত ছিল যে জিয়া পরিবারের বিরুদ্ধে কটুক্তি করে পার পাওয়া যাবে না।

mirza

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে মির্জা আলমগীর বলেন, তিনি (তথ্যমন্ত্রী) সব সময় খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন। জনাব ইনু সাহেব, আপনি একবার নিজের চেহারা আয়নায় দেখুন। ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আপনার ভূমিকা কী ছিল?
টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকা-ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পূর্ব রাজাবাজারে একজন আলেমকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সরকারের সময় কেউ নিরাপদ নয়। সাংবাদিক সাগর-রুনীকেও নৃশংসভাবে হত্যা করা হয়।
বর্তমান সরকারকে অবৈধ ও অনৈতিক আখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকার কেবল বন্দুকের নল দিয়ে টিকে আছে। তাদের পায়ের তলায় মাটি নাই।
বিএনপির এই নেতা বলেন, এ সরকারের লোকজন গত পাঁচ বছরে যে দুর্নীতি করেছে, তার হিসাব দিতে হবে। ব্যাংক থেকে প্রতিদিন ঋণ নেওয়ার নামে টাকা তুলে ব্যাংক খালি করে ফেলছে। অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যাংকিং খাতকে তারা ধ্বংস করে দিচ্ছে। তাই জনগণের আন্দোলনের মাধ্যমে এই অবৈধ জুলুমবাজ সরকারকে বিদায় করা হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone