আগামীকাল ন্যাটো বিরোধী দিবস
নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল ন্যাটো বিরোধী দিবস। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বাংলাদেশ শান্তি পরিষদ কাল সকাল ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও পরিচালক ডা. সারোয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীসহ জাতীয় নেতৃবৃন্দ।