জামায়াত শিবিরের নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: নৌপরিবহন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, হরতাল কিংবা আন্দোলনের নামে জামায়াত শিবির কোন রকম নাশকতার পরিকল্পনা করলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
তিনি বলেন, তাদের নাশকতার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে এবং প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করবে।
শুক্রবার সকালে মাদারীপুর জেলা ও দায়রা আদালতের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও পুকুরপাড়ে গাছের চারা রোপণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, আন্দোলনের নামে জায়ামাত শিবিরের কোন নাশকতা জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের ধ্বংসাত্মক কর্মকা-ের মোকাবেলা করবে।