বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ইউরো বর্ষ সেরা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ইউরো বর্ষ সেরা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো 

স্পোর্টস ডেস্কঃ  ইউরোপীয় বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবে ভূষিত হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগাল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।

rr
প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত জার্মানির বিশ্বকাপ শিরোপা অর্জন করা তারকা ম্যানুয়েল নয়্যার, হল্যান্ডের এরিয়েন রোবেন ও ক্রিস্ট্রিয়ানো রোনালদোর মধ্য থেকে সাংবাদিকদের দেয়া ভোটের ভিত্তিতে সর্বাধিক ভোটে বর্ষ সেরার খেতাব লাভ করেন পর্তুগাল সুপার স্টার। এই নিয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই খেতাব লাভ করলেন রোনালদো। এর আগে খেতাবটি লাভ করেছেন ফ্রাঙ্ক রিবোরি, আন্দ্রেস ইনিয়েস্তা ও লিওনেল মেসি।
সর্বশেষ এ পুরস্কারটি লাভ করেছিলেন ফরাসি তারকা রিবেরি। ভোটযুদ্ধে মেসি ও রোনালদোকে পেছনে ফেলে তিনি পুরস্কারটি লাভ করেছিলেন। তবে এবার মাঠের সাইডলাইনে বসে খেলা প্রত্যক্ষ করা এবং রিপোর্ট লেখার কাজে থাকা ইউরোপের ৫৪জন ক্রীড়া সাংবাদিকের ভোটাধিকারে বেশি গুরুত্ব পান রোনালদো। মোনাকোতে চ্যাম্পিয়ন্স লীগের ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উয়েফা প্রধান মিশেল প্লাতিনির কাছ থেকে ইউরোপীয় সেরার পুরস্কার গ্রহনের পর সাবেক ব্যালন ডিঅ’র জয়ী এ তারকা বলেন, ‘এই পুরস্কার জয়ের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। এখন আমি খুবই খুশি। আমার মনে হয়ে আমার দলের সব সদস্যরাও একইরকম খুশি। কারণ এরকম দল ছাড়া এমন ব্যক্তিগত খেতাব অর্জন করা সম্ভব নয়।’
সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে জাতীয় দলকে নিয়ে খুব একটা দক্ষতা দেখাতে পারেননি রোনালদো। তবে তার অনুপ্রেরণাতে উইরোপীয় ক্লাব ফুটবলে ঠিকই সফল হয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ মিশনে ১৭ গোল করে টুর্ণামেন্টের নতুন গোলের রেকর্ডও গড়েন ২৯ বছর বয়সি রোনালদো। যার ফলে ১০ম বারের মতো ইউরো ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে স্প্যানিশ জায়ান্টরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone