ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হলেন রুনি
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড ফুটবল দলের নতুন অধিনায়ক হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি। বৃহস্পতিবার ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুনিকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষনা করেন দলের কোচ রয় হজসন।সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডের স্থলাভিষিক্ত হলেন রুনি।
২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার পর ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ৯৫ ম্যাচে ৪০ গোল করেছেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। এছাড়া দুই সপ্তাহ আগে প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডেরও অধিনায়ক নির্বাচিত হন তিনি।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্যায়েই ইংল্যান্ড দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর অধিনায়কত্ব ছেড়ে দেয়া লিভারপুল মিডফিল্ডার জেরার্ডের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুনি। আগামী সপ্তাহে নিজ মাঠে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে শুরু করবেন রুনি।
হজসন সাংবাদিকদের বলেন,‘ আমি মনে করছি ওয়েন সেরা পছন্দ এবং অবশ্যই এটা তার প্রাপ্য।’
‘তার অঙ্গীকার, অভিজ্ঞতা এবং অতীতে তিনি ইংল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছেন। সব কিছু বিবেচনা করেই তাকে নতুনভাবে এ দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কও তিনি। তাই এসব বিবেচনা করেই তাকে অধিনায়ক নির্বাচন করা হয়েছে।
‘আমি তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এবং তিনি ইংল্যান্ড দলের নেতৃত্ব গ্রহনের জন্য প্রস্তুত। কেননা আপনি কারো উপড় দায়িত্ব দিলে সে প্রস্তুত কিনা এটা নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপুর্ন।’