অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথের’ উপস্থাপক মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে রোববার দেশব্যাপী অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্র সেনা। শনিবার ফকিরাপুলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী ছাত্র সেনার সভাপতি নুরুল হক চিশতী।
বন্যা কবলিত জেলাগুলো হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪ নম্বর পূর্ব রাজা বাজারের ভাড়া বাসায় নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সংবাদ সম্মেলনে নুরুল হক চিশতী বলেন, ইসলামী অনুষ্ঠানের বক্তা আরকানউল্লাহ হারুনী, তারেক মনোয়ার, কামালউদ্দিন জাফরী, খালিদ সাইফুল্লাহ বকশী ও মুফতি ইবরাহীমকে রিমান্ডে নিলে হত্যাকাণ্ডের আসল রহস্য বের হবে। তিনি আরো বলেন, হরতাল হবে শান্তিপূর্ণ। কিন্তু কোনো গোষ্ঠী যদি আমাদের নাম দিয়ে গাড়ি ভাংচুর বা অরাজকতা সৃষ্টি করে তার জন্য আমরা দায়ী থাকবো না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর সভাপতি মাসুদ হোসাইন, ইসলামিক ফ্রন্টের সহ অর্থ সচিব আবদুল হাকিম, যুব সেনার সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ প্রমুখ।এদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে হরতালের সমর্থনে একটি মিছিল হবে বলে জানিয়েছে তারা।