ওয়াজ শরিফকে ২৪ ঘণ্টার আলটিমেটাম পিএটি
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ২৪ ঘণ্টার মধ্যে ফের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা সুফি তাহিরুল কাদরি। শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে এর আগেও কয়েক দফা আলটিমেটাম দিয়েছেন তাহিরুল কাদরি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানও নওয়াজ শরিফের পদত্যাগের জন্য বারবার হুঁশিয়ারি ও কয়েক দফা আলটিমেটাম দিয়েছেন।
ইমরান খান ও তাহিরুল কাদরি বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, নওয়াজ শরিফের পদত্যাগ এবং নতুন নির্বাচন। এ দাবি প্রত্যাখ্যান করেছে নওয়াজ সরকার। এদিকে পাকিস্তানের রাজনীতির এই সংকটকালীন মুহূর্তে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যাচ্ছে দেশটির সেনাবাহিনীকে। তবে এখনো কোনো সিদ্ধান্ত দেখা যায়নি। অন্যদিকে শুক্রবার মধ্যরাতে পিএটির ক্যাম্পে যান পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) নেতারা। সেখানে অভিন্ন লক্ষ্যে আন্দোলনকারী দুই দলের নেতাদের মধ্যে বৈঠক হয়। পিটিআইর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি কাদরিকে ‘বিলম্বে পরবর্তী পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। কাদারি এতে রাজি হন। কিন্তু এর পরেই কাদরি নওয়াজকে আবারও ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন।