জাতীয় দলে জায়গা নেই রোনালদোর
স্পোর্টস ডেস্কঃ পর্তুগাল ইউরো ২০১৬’র বাছাইপর্বের লড়াইয়ের আগে দল ঘোষণা করেছে। কিন্তু কোচ পাউলো বেন্টো’র এই স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর।
রোনালদো ফিটনেসে নেই এই কারণে বেন্টো তাকে দলে রাখেননি। তিনি বলেছেন, ‘রোনালদোর ফিটনেস সমস্যা রয়েছে।’ যদিও লা লিগার উদ্বোধনী ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা কোর্ডোবার বিপক্ষে গোল করেছেন।
আগামী ৭ সেপ্টেম্বর আলবেনিয়ার বিপক্ষে খেলায় রোনালদো স্কোয়াডে অন্তর্ভুক্ত না হলেও দলে জায়গা পেয়েছেন ক্লাব (রিয়াল মাদ্রিদ) সতীর্থ পেপে ও ফ্যাবিও কোযেন্ট্রো।
পর্তুগাল ঘোষিত নতুন স্কোয়াড : গোলরক্ষক এডুয়ার্ডো, আন্থি লোপেস, রুই পাট্রিসিও, ডিফেন্ডার আন্ড্রে আলমেইডা, ভিক্টোরিনো আটুনেস, ফ্যাবিও কোয়েন্ট্রো, রিকার্ডো কোস্টা, নেটো, পেপে, জোয়াও পেরেইরা, রেউবেন ভেজো, মিডফিল্ডার উইলিয়াম কারভালহো, আন্ড্রে গোমেস, রাউল মেইরেলেস, জোয়াও মাউটিনহো, আড্রিয়েন সিলভা, পেড্রো টিবা, মিগুয়েল ভেলোসো, ব্রুমা, ইডের, রিকার্ডো হোর্টা, ইভান কাভালেইরো, নানি ও ভিয়েরিনহা।