বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ইসলামী ছাত্রসেনার ডাকে দেশব্যাপী অর্ধদিবস হরতাল চলছে

ইসলামী ছাত্রসেনার ডাকে দেশব্যাপী অর্ধদিবস হরতাল চলছে 

নিজস্ব প্রতিবেদকঃ  ইসলামী ছাত্রসেনার ডাকে দেশব্যাপী অর্ধদিবস হরতাল চলছে। টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে এ হরতাল ডাক দেওয়া হয়েছিল।রোববার ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল ২ টা পর্যন্ত চলবে। তবে হরতালের আগে কিংবা শুরুর দিকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনও চলতে দেখা গেছে।

hartal

তবে ব্যক্তিগত গাড়ি রাস্তায় খুব বেশি দেখা যায়নি।বুধবার রাতে রাজধানীর পূর্ববাজারের একটি ফ্ল্যাটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপক মওলানা নুরুল ইসলামকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।এ ঘটনায় ওই দিন রাতেই রোববার সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় ইসলামী ছাত্রসেনা।এরপর শনিবার ফকিরাপুলেও সংবাদ সম্মেলন করে ফের হরতালের ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার সভাপতি নুরুল হক চিশতী।এ সময় তিনি জানান, দেশের বন্যা কবলিত জেলাগুলো হরতালের আওতামুক্ত থাকবে।এদিকে হরতালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজধানীতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।রাজধানীর বিভিন্ন মোড়ে ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone