সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজীত ছাত্র সমাবেশের আলোচনা সভা শুরু হয়েছে।সমাবেশে সারাদেশসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দলে দলে নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন।সমাবেশ শুরুর আগে ছাত্রসমাবেশের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নাজমুল আজাদ সোহাগ ঢাকা প্রতিদিনকে জানিয়েছেন, রাজধানীসহ সারাদেশ থেকে ছাত্র জনতা দলে দলে যোগ দিচ্ছে।আমরা আশা করছি এ সমাবেশে লক্ষ লক্ষ ছাত্রজনতা যোগ দেবে।
রোববার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগের সভাপত্তিতে এ সভার কাজ শুরু হয়।সভায় শোকবার্তা প্রস্তাব পাঠ করেন সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ রাসেল।দলীয় সূত্রে জানাগেছে, এ ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আলোচনা সভায় সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সোহাগ।সভামঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।মঞ্চে আরও উপস্থিত রয়েছেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ সদস্য তারানা হালিমসহ প্রমুখ।