সমাবেশে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে যোগ দিতে এসে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছাত্রলীগের কয়েকটি ইউনিট। এ সময় মঞ্চের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারেন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে ছিলেন এমন কয়েকজন সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, মঞ্চের সামনে বসার জায়গা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তারা চেয়ার ছোড়াছুড়ি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’টি ইউনিটের নেতাকর্মীদের মধ্যেও বসার জায়গা নিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এত অন্তত কম বেশী ৩ জন আহত হন।
প্রত্যক্ষর্দীরা জানান, ছাত্রলীগ কর্মীদেও মধ্যে হাতাহাতি, মারামারির ঘটনাকে কেন্দ্র করে সমাবেশ স্থলে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শণাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সাংবাদিকদো জানিয়েছেন সংগঠনের সভাপতি ছাত্রলীগ সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।