ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ভারতের তামিলনাড়ুতে একটি যাত্রীবাহি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫জনের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে তামিলনাড়ুর রামানাথপুরম জেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা পশ্চিমবঙ্গের হুগলি ও মেদিনীপুর জেলার বাসিন্দা।
বাসচালকের বরাত দিয়ে তামিলনাড়ু পুলিশ জানায়, তিরুপতি ও রামেশ্বরম মন্দির দর্শনের পর শনিবার রাতে ৮০জন যাত্রী নিয়ে বাসটি কন্যাকুমারীর উদ্দেশে রওনা হয়। রোববার ভোররাতে তামিলনাড়ুর রামানাথপুরম জেলার তিরুপুল্লানির কাছে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
পুলিশ আরো জানায়, চালক লুকিং গ্লাসে পিছন দিকে আগুনের ফুলকি বেরোতে দেখে বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন। এ সময় বাসে রান্নার জন্য রাখা দু’টি সিলিন্ডারের মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটে। অন্যরা নামতে পারলেও পিছনের দিকে থাকা ১১জন যাত্রী নামতে পারেনি। ঘটনাস্থলেই পাঁচজন পুড়ে মারা যান।
অগ্নিদগ্ধ বাকী ৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।