শাস্তির খাঁড়া নেমে আসতে পারে ভারতের কিছু ক্রিকেটারের ওপর
স্পোর্টস ডেস্কঃ চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার ঘা সহজে ভুলছে না বিসিসিআই৷ ইংল্যান্ড সফর শেষ হলে ভারতের বেশ কিছু ক্রিকেটারের ওপর শাস্তির খাঁড়া নেমে আসতে পারে৷ জানা গেছে, ব্যর্থতার জন্য তাদের ছেটে ফেলা হতে পারে টিম ইন্ডিয়া থেকে৷ একদিনের সিরিজ শুরু হওয়ার আগে কোচ ডানকান ফ্লেচারের মাথার ওপর রবি শাস্ত্রীকে বসিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্হা৷ দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় দেখাশোনা ও প্লেয়ারদের উৎসাহ জোগানোর পাশাপাশি চলতি সিরিজ নিয়ে বোর্ডকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবেন শাস্ত্রী৷ এই রিপোর্টের ওপরই নির্ভর করছে কয়েকজন ক্রিকেটারের ভবিষ্যত৷
বিসিসিআইয়ের এক প্রভাবশালী কর্তা বলেছেন, ইংল্যান্ড সফর নিয়ে শাস্ত্রী কী রিপোর্ট দেয়, সেটা খুব গুরুত্বপূর্ণ৷ রিপোর্টে সব কিছুই বিস্তারিত ভাবে লেখা থাকবে৷রিপোর্টে কী থাকবে,তার একটা ইঙ্গিতও পাওয়া গেছে এই কর্তার কথায়৷ তিনি বলেন, কোচ হিসাবে ফ্লেচার কী কাজ করছেন, ধোনির অধিনায়কত্ব, সফরে গোটা দলের পরিবেশ কেমন ছিল,বিদেশে ভালো ফল করার জন্য আর কী কী করা উচিত সবই বিস্তারিত ভাবে শাস্ত্রীকে রিপোর্ট করতে বলা হয়েছে ৷