ফেদেরার-শারাপোভার জয়
স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন সাবেক বিশ্বসেরা রজার ফেদেরার। আর্থার অ্যাশে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সাম গ্রোথকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন এই সুইস তারকা।
প্তিযোগিতার দ্বিতীয় বাছাই ফেদেরার কোর্টের লড়াইয়ে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ১০৪ নাম্বার তারকা গ্রোথকে। গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে মোট ৫৪টি ম্যাচ খেলে একটিতে হেরেছেন ফেরেদার।এদিকে নারী বিভাগ থেকে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন মারিয়া শারাপোভা। রাশান সুন্দরী ৬-২, ৬-৪ গেমে জিতেছেন সাবিন লিসিচকির বিপক্ষে।অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। স্বাগতিক তারকাকে ৬-০, ০-৬, ৭-৬ (৭-৫) গেমে পরাজিত করেছেন ইতালির সারা ইরানি।