নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে সিদ্ধান্তে অনড় ইমরান
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তানে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান।
গত ২ দিনে পিটিআই ও পিএটির আন্দোলনকারীরা ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় দেশটির আইন শৃঙ্খলাবহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে।ইমরান খান ও তাহির উল কাদরি তাদের দলের সমর্থকদের সংঘাত চালিয়ে যেতে উৎসাহিত করছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
Posted in: আর্ন্তজাতিক