র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলো ভারত
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন পর আবারো ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলো ভারত। সোমবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে এক নম্বর জায়গাটি দখল করেছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের বর্তমান রেটিং পয়েন্ট ১১৪।
৩১ বছর পর জিম্বাবুয়ের কাছে হেরে এক নম্বর থেকে চারে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং এখন ১১১। তালিকায় ১১৩ রেটিং নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তবে সমান রেটিং নিয়েও শ্রীলঙ্কার স্থান তৃতীয় নম্বরে।
সর্বশেষ প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। বর্তমান টাইগারদের রেটিং ৬৯।
আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিং: ভারত (১১৪ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম), দক্ষিণ আফ্রিকা (১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়), শ্রীলঙ্কা (১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়), অস্ট্রেলিয়া (১১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ), ইংল্যান্ড (১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম), পাকিস্তান (১০০ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ), নিউজিল্যান্ড (৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (৯৬ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম), বাংলাদেশ (৬৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম), জিম্বাবুয়ে (৫৮ রেটিং পয়েন্ট নিয়ে দশম), আফগানিস্তান (৪২ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম) ও আয়ারল্যান্ড (৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম)।