সড়ক-মহাসড়কের পশুর হাট বসতে দেওয়া হবে নাঃপরিবহণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন কোরবানি ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের।
যোগাযোগ মন্ত্রণালয়ের নাম সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় রাখার পর বুধবার বিকেলে আশুলিয়ায় সফরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘দেশের জেলা সড়ক ও আঞ্চলিক সড়কগুলোর কাজ পর্যায়ক্রমে চলছে এবং চলবে। তবে আসন্ন ঈদ ও দুর্গাপূজার সময় সড়কগুলো যানজটমুক্ত রাখা হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
–