বিএনপির ৬০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৬০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।রাজধানীর চকবাচার থানায় এ মামলা দায়ের করা হয়।গতকাল বকশিবাজার এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইলিয়াস মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কাদের আসামি করা হয়েছে সেবিষয়ে বিস্তারিত কিছু জানান নি তিনি। তবে মির্জা ফখরুলসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে মামলায় আসামি করা হয়েছে বলে অন্য একটি সূত্রে জানা গেছে।