বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ হবে ভারত : শচীন
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের প্রতিযোগিতায় ভারতকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন শচীন টেন্ডুলকার।
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের নাকানি চুবানি দিয়েছে ভারত। এক ম্যাচ হাতে রেখে এরই মধ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ তে নিজেদের করে নিয়েছে সফরকারীরা। মহেন্দ্র সিং ধোনির দলটিকে ওয়ানডের ভারসাম্যপূর্ণ একটি টিম হিসেবে মূল্যায়িত করেছেন লিটল মাস্টার। বলেছেন, ‘বিশ্বকাপে ভারত খুবই শক্ত প্রতিপক্ষ হবে। দলটি খুবই ভারসাম্যপূর্ণ এবং হারানো কঠিন হবে বৈকি। ব্যাটিংয়ে যেমন গভীরতা আছে, বোলিংয়েও রয়েছে বৈচিত্র্য এবং ফিল্ডিংও দুর্দান্ত।’ওয়ানডেতে সিরিজে ধারাবাহিক পারফর্ম করছেন দলের ক্রিকেটাররা। সুরেশ রায়না, আজিঙ্ক রাহানে ও শেখর ধাওয়ানের অসাধারণ ব্যাটিংয়েই স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ধুঁকতে থাকা ভারত।
সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানো শচীনের মতে, আপনি ভারতের ব্যাটিং লক্ষ্য করুন, দেখবেন বাম আর ডানহাতি ব্যাটসম্যানের দারুণ সমন্বয় হয়েছে। এমন ব্যাটিং কম্বিনেশনের বিপক্ষে বোলিং করে সাফল্য পাওয়া যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন। আর পেস ও স্পিন মিলিয়ে বোলিং বিভাগটাও দারুণ হয়েছে।