বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » হামাসকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

হামাসকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 

 ইন্টারন্যাশনাল ডেস্কঃ ফিলিস্তিনশাসিত গাজার নিয়ন্ত্রক হামাসের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিজেদের স্বভাব পরিবর্তন না করলে ঐক্যের সরকার থেকে দলটিকে বাদ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

ইসরায়েলের হারেজ পত্রিকার এক প্রতিবেদনের বরাত দিয়ে রবিবার এ প্রতিবেদন প্রকাশ করে বিবিসি।

hamas

দরকার হলে গাজাসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ড শাসন করবে ফাতাহ- এই বলে হামাসকে সতর্ক করেন দেশটির প্রেসিডেন্ট ও ফাতাহ’র প্রধান আব্বাস।

তবে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি প্রেসিডেন্টের এ উক্তির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘আব্বাসের এ বক্তব্য ভুল তথ্যে ভরা।’

একই সঙ্গে ফাতাহ’র সঙ্গে নিজেদের বিরোধ কমিয়ে আনতে হামাস আলোচনা চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

আব্বাসের দাবি, গাজায় সহিংসতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে হামাস গাজা ও সার্বিক অর্থে ফিলিস্তিনের উন্নয়েন বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলায় ২১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় ৬৬ ইসরায়েলি সেনা ও দেশটির সাত বেসামরিক নাগরিকও নিহত হয়।

টানা ৫০ দিনের সংঘর্ষের পর আগস্টের শেষ দিকে অস্ত্রবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল।

আব্বাস মনে করেন, বিগত বছরগুলোতে গাজায় ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার যে কোনো যুদ্ধের চেয়ে চলতি বছরের সংঘর্ষ ফিলিস্তিনকে ‘১০০ গুণ’ বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

তিনদিনের এক সফরে শনিবার মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন মাহমুদ আব্বাস। সেখানে গিয়ে আব্বাস বলেছেন, ‘এভাবে হামাসের সঙ্গে কাজ করা আর সম্ভব হচ্ছে না।’

আব্বাস বলেন, ‘২৭ জন উপমন্ত্রী দিয়ে সাজানো ছায়া সরকার গাজা শাসন করছে। সেখানে সমন্বিত সরকার কিছুতেই কোনো কাজ করতে পারছে না।’

আব্বাস আরও বলেন, ‘সমন্বিত সরকার নয়, প্যালেস্টিনিয়ান অথরিটি (পিএ) হওয়া উচিত একক সরকার-ব্যবস্থা।’

প্রসঙ্গত, হামাস একটি ইসলামপন্থী দল। অপরদিকে ফাতাহ ধর্মনিরপেক্ষ। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হামাস এবং ফাতাহ’র সমন্বিত সরকার ফিলিস্তিন ভূ-খণ্ড শাসন করছে। এর মধ্যে পশ্চিমতীরের নিয়ন্ত্রণ ফাতাহ’র হাতে। আর গাজা নিয়ন্ত্রণ করে হামাস।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone