ক্যামেরনের মাথা চান নারী জিহাদি
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ব্রিটেনের ১৮ বছর বয়সী এক নারী জিহাদি ঘোষণা দিয়েছেন, একদিন তিনি ডেভিড ক্যামেরুনের মাথা কেটে শুলে ঝোলাবেন! মুসলিম জিহাদিদের থামাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনের পরিকল্পনার তীব্র প্রতিবাদও জানিয়েছেন তিনি।ক্যামেরুন সরকার সিরিয়ার রাকায় যুদ্ধরত জিহাদিদের দেশে পুনঃপ্রবেশ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছে।
ওই নারী জিহাদি তার টুইটার অ্যাকাউন্টে ক্যামেরুনের মাথা কাটার ঘোষণা দিয়ে আরো বলেছেন, ‘যুক্তরাজ্য আমার নাগরিকত্ব বাতিল করলে, তাতে কিছু আসবে-যাবে না। এটা আমার কাছে একটা হাস্যকর ব্যাপার।’
সম্প্রতি যুক্তরাজ্য থেকে অনেক যুবতী নারী জিহাদের নামে সিরিয়ায় যেতে ঘর ছাড়ছেন।
তিনি অন্য ব্রিটিশদের সিরিয়ায় যেতে উৎসাহ দিচ্ছেন, ‘আমার বয়স মাত্র ১৮ হতে পারে, তবু আমি জানি এখানে এসে আমি সবচেয়ে ভালো কাজ করেছি। যুক্তরাজ্য ছেড়ে তোমরা চলে আস, ওরা ইসলামকে শেষে করতে চায়।’