আত্মঘাতী হামলায় সোমালিয়ায় নিহত ১২
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আফ্রিকান সেনাদের একটি বহর লক্ষ্য করে সোমবার এ হামলা চালানো হয়।
স্থানীয় গভর্নর আবদুল কাদির মোহাম্মদ সিদি জানান, আফ্রিকান সেনাদের একটি বহর রাজধানী মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমে যাওয়ার সময় একটি গাড়ি এসে বিস্ফোরণ ঘটায়। এতে একটি যাত্রীবাহী বাসের অন্তত ১২ যাত্রী নিহত হন। এছাড়া সেনাসদস্যসহ অন্তত ২৭ জন আহত হন। তাদের মোগাদিসুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমালিয়ার বিদ্রোহী গ্রুপ আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। গত সোমবার মার্কিন বিমান হামলায় আল শাবাব নেতা আহমদ আব্দি গোদানি নিহত হন। এর প্রতিশোধ হিসেবে সর্বশেষ এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল শাবাব।
প্রসঙ্গত, সোমবার হিউম্যান রাইটস ওয়াচ যখন অভিযোগ করে, সোমালিয়ায় আফ্রিকান সেনারা ধর্ষণের সঙ্গে জড়িত; তখন এ রকম বোমা হামলার ঘটনা ঘটল। সোমালিয়ায় আল শাবাবের উত্থানের পর ২০০৭ সাল থেকে বিদ্রোহী এ সংগঠনটির সদস্যদের দমনে অভিযান চালাচ্ছে আফ্রিকান সেনারা। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২২ হাজার আফ্রিকান সেনা সোমালিয়ায় অবস্থান করছে।
সূত্র : বিবিসি।