অবশেষে জয়ের নাগাল স্পেন
স্পোর্টস ডেস্ক : অবশেষে জয়ের নাগাল পেয়েছে স্পেন। বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া দেল বস্কের দল ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলায় ৫-১ গোলে হারিয়েছে মেসিডোনিয়াকে।
ম্যাচের শুরু থেকে শেষ অবধি আক্রমণাত্মক খেলেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। দুই অর্ধ মিলে প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়েছে তারা। একটি করে গোল করেছেন সার্জিও র্যামোস (১৫ মিনিট), পাকো আলকাসার (১৭ মিনিট), বুসকেটস (৪৫+মিনিট), ডেভিড সিলভা (৫০ মিনিট) ও পেদ্রো (৯০+মিনিট)।
শত চেষ্টা করলেও আগ্রাসী ছন্দে থাকা স্পেনকে রুখতে পারেনি মেসিডোনিয়া। যদিও একটি গোল করতে সক্ষম হয়েছিল দলটি। ২৮ মিনিটে জালে বল জড়িয়েছেন ইব্রাহিমি।
এদিকে জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। দুটি গোলই করেছেন ওয়েল বেক। আর ১-১ গোলে ড্র হয়েছে সুইডেন ও অস্ট্রিয়ার মধ্যকার খেলা।