রেলের নতুন সচিব হিসাবে নিয়োগ পেলেন মনসুর আলী
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলী সিকদারকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়।
বর্তমান রেলসচিব আবুল কালাম আজাদ আগামী ১২ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
তার জায়গায় দায়িত্ব নিতে যাওয়া মনসুর আলী ১৯৮২ সালে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়ে ২০০৩ সালে উপসচিব পদে পদোন্নতি পান।
এরপর শিল্প মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ছাড়াও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক ছিলেন মনসুর। বিসিআইসির চেয়ারম্যান হিসাবে যোগ দেয়ার আগে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি।