নূরকে দিয়েই ঢাকা-দিল্লি বন্দিবিনিময় চুক্তি বাস্তবায়ন
ডেস্ক রিপোর্ট : ভারত-বাংলাদেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তির বাস্তবায়ন হতে যাচ্ছে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের মাধ্যমে। নূর হোসেনের বিনিময়ে বাংলাদেশ উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করবে। ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়।
৪ সেপ্টেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়ার বিনিময়ে বাংলাদেশ নূর হোসেনকে ফেরত পাবে। গত ১৭ বছর ধরে অনুপ চেটিয়া বাংলাদেশের কারাগারে রয়েছেন।
এদিকে চলতি বছর নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের যে ঘটনা ঘটে, তার প্রধান আসামি আওয়ামী লীগের কাউন্সিলর নূর হোসেন। নূর হোসেন ভারতের কারাগারে রয়েছেন।
নূর হোসেনের দেশে ফেরা নির্ভর করছে আদালতের রায়ের ওপর। কারণ কলকাতা পুলিশ ইতোমধ্যে নূর হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগপূর্বক মামলার অভিযোগপত্র দাখিল করেছে। বিধাননগর পুলিশের কমিশনার রাজিভ কুমার বলেছেন, ‘শিগগির আইনি প্রক্রিয়া শুরু হবে।’
প্রসঙ্গত, ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের পাশের একটি বাড়ি থেকে নূর হোসেনকে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ মনে করে, আটকের এক মাস আগে থেকে তারা ওই বাড়িতে অবস্থান করছিল। নূর হোসেনের দুই সহযোগী হলেন- সুমন খান ও ওবায়দুর রহমান।
কলকাতা কারা কর্তৃপক্ষ বলছে, নূর হোসেন ও তার দুই সহযোগী ইতোমধ্যে ৮০ দিন কারাভোগ করেছেন। সুতরাং তারা শিগগির মুক্তি পাবেন।
ভারতীয় আইন অনুযায়ী, অবৈধভাবে কেউ দেশটিতে প্রবেশ করলে তাকে কমপক্ষে ৬০ থেকে ৭০ দিন কারাভোগ করতে হয়।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ডেইলি।