সাঈদ আজমলের বোলিং ক্রুটি শুধরে দিতে সাহায্য করবেন সাকলাইন
ডেস্ক রিপোর্ট : সাঈদ আজমলের বোলিং ক্রুটি শুধরে দিতে সাহায্য করবেন সাবেক অফস্পিনার সাকলাইন মুস্তাক। বোলিং অ্যাকশনে সমস্যা থাকায় সম্প্রতি আজমলকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৩৭ বছর বয়সী মুস্তাক আজমলের বোলিং ত্রুটি সংশোধনে কাজ করবেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ব্যাপারে বোর্ডের একজন মুথপাত্র বলেছেন, ‘আজমলের বোলিং অ্যাকশন সংশোধনের কাজে সহায়তার জন্য সাকলাইনের সঙ্গে যোগাযোগ করেছি আমরা।’
সাকলাইনও আজমলকে সাহায্য করতে তৈরি আছেন। এ ব্যাপারে তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘হ্যাঁ, সহায়তা করতে প্রস্তুত আছি। এ জন্য পাকিস্তানে যাব আমি।’
‘দুস্তারা’ উদ্ভাবক হচ্ছেন সাকলাইন। ক্যারিয়ারে তিনি যতদিন খেলেছেন কখনও এ নিয়ে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়নি তাকে। কিন্তু তার উত্তরসূরি আজমলের বোলিং নিয়ে নিয়ে প্রশ্ন ওঠেছে। আর বায়োমেকানিক্যাল পরীক্ষায় ১৫ ডিগ্রি বোলিংয়ের মাত্রা অতিক্রম করায় তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।