খুনের দায় থেকে অস্কারের ‘মুক্তি’
ডেস্ক রিপোর্ট : ‘ব্লেড রানার’ অস্কার পিসটোরিয়াস চোখের জল সামলাতে পারলেন না। তার বিরুদ্ধে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে বৃহস্পতিবার রায় দিয়েছে আদালত।
এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন দুই-পাবিহীন দ্রুততম এই দৌড়বিদ। হাত দিয়ে তাকে চোখের জল মুছতে দেখা যায়। তবে মানুষহত্যার অপরাধে অস্কারের সাজা খাটার সম্ভাবনা আছে এখনও।
বিচারক থোকোজিল মাসিপা বলেন, অস্কার তার চেয়ে দুবছরের বেড় বান্ধবী রিভাকে হত্যার উদ্দেশেই গুলি করেছিলেন বলে যে অভিযোগ গঠন করা হয়েছিল, ছয় মাস ধরে বিচারাধীন সেই অভিযোগের বিপরীতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ দিতে পারেনি প্রসিকিউশন।
রায়ে বলা হয়, টয়লেটের দরজার ওপার কে বা কারা ছিল তা না জেনেই ভয়ে গুলি চালিয়েছিলেন প্যারা-অলিম্পিয়ান অস্কার পিসটোরিয়াস। যে গুলি গিয়ে লাগে তার বান্ধবী রিভার শরীরে।
রায়ে বলা হয়, তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ যা আছে তাতে প্রমাণ হয় না যে অস্কার তার বান্ধবীকে ইচ্ছাবশত হত্যা করেছে।
২০১৩ সালে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) পিসটোরিয়োসের বাড়িতে গুলিবিদ্ধ হন তার বান্ধবী রিভা। ঘটনার পরই বাড়ি ঘেরাও করে পুলিশে পিসটোরিয়াসকে গ্রেফতার করে।
মডেল ও টিভি তারকা রিভাকে ‘পরিকল্পিতভাবেই হত্যা করেছে’ বলে প্যারা-অলিম্পিকে সোনাজয়ী দৌড়বিদ পিসটোরিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
তবে অস্কার প্রথম থেকেই বলে আসছেন, ঘরে ডাকাত ঢুকেছে সন্দেহে ভয় পেয়ে বাথরুম থেকে তিনি গুলি চালিয়েছিলেন। সেটা ভুলবশত গিয়ে লাগে রিভার গায়ে।
সূত্র : বিবিসি।