জামায়াতকে টাকা দেওয়ার তদন্ত করছে ভারত
ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে সারদার টাকা ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে শনিবার এ কথা জানান। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ‘আইন আইনের পথেই চলবে। এতে আমরা কোনো হস্তক্ষেপ করব না।ইমরানের সন্দেহজনক ভূমিকা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দা এমনকি বাংলাদেশি গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট মহলে নিয়মিত সতর্কবার্তা পাঠিয়েছে, এখন তার প্রমাণ পাওয়া গেছে।
এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের কথা জানিয়ে দেওয়ায় আরো এক দফা অস্বস্তি বাড়ল তৃণমূলের শীর্ষ নেতৃত্বে। এদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, ইমরান সংখ্যালঘু বলেই তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, দলীয় ওয়েবসাইটে শনিবার আনন্দবাজার পত্রিকাকে সরাসরি আক্রমণ করেছে তৃণমূল।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কারণ, রাজ্যসভার এক সাংসদের বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ উঠেছে। তা ছাড়া, সারদা কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। বস্তুত, সেই কারণেই রাজনাথ সিং শনিবার বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেননি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন।