বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 1, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আলোচনার মাধ্যমে সমঝোতার আহ্বান খালেদার

আলোচনার মাধ্যমে সমঝোতার আহ্বান খালেদার 

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আলোচনার মাধ্যমে সমঝোতা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।   তিনি বলেন, বাংলাদেশের মানুষ দাবি আদায়ে একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে, তা মনে করবেন না। আমরা এখন জনগণের কাছে যাচ্ছি। সময় বিনষ্ট হলে জনগণকে সঙ্গে নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

khl

শনিবার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) ‘উন্নয়নের জন্য গণতন্ত্র’ শীর্ষক মহাসমাবেশে তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।   খালেদা জিয়া বলেন, সরকার সংলাপের জন্য আগ্রহী না হলে জনগণও সরকারের সংলাপের অপেক্ষায় দিনের পর দিন বসে থাকবে না। আন্দোলন করেই এ সরকারের পতন ঘটাবে।   তিনি বলেন, শাসক দলের লোকেরা আইন-বিধি মানছেন না। বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, হত্যা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে হামলা-মামলা করা হচ্ছে। অধিকাংশ নেতা-কর্মীর গুমের মামলা তো দূরের কথা তদন্ত পর্যন্ত হয় না। সরকার সন্ত্রাসীদের ধরছে না, অথচ ভয়ংকর সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone