রাজধানীতে ভুয়া ডিবিসহ পাঁচ নারী আটক
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ডিবির এসআই পরিচয়দানকারী এক যুবকসহ পাঁচ নারীকে আটক করেছে র্যাব-২ এর সদস্যরা। শনিবার দুপুরে মোহাম্মদপুরের ২১/২২ নম্বর বাবর রোডের একটি বাসা থেকে তাদের আটক করে র্যাব-২ এর একটি দল।
অলংকরণ : মোঃ জাফর ইকবাল
আটককৃত ওই যুবকের নাম কবির। তবে তাৎক্ষণিকভাবে নারীদের নাম ও পরিচয় জানা যায়নি।
র্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ওই বাসায় দীর্ঘদিন থেকে পতিতাবৃত্তি করা হতো। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, আটকের পর কবির নিজেকে ডিবি পুলিশের এসআই বলে পরিচয় দেয়। কিন্তু তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়নি।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।