পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ করার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ হাফিজ। এরপর অনেক দিন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি খালি ছিল। এ পদের জন্য অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের অভিজ্ঞ খেলোয়াড় শহিদ আফ্রিদির বাহুতেই উঠতে যাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ড। ইতিমধ্যে বিষয়টি ফয়সালা করা হয়েছে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদে থাকবেন বুম বুম আফ্রিদি।
তবে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব থাকছে মিসবাহ-উল-হকের কাছেই। ২০১৫ বিশ্বকাপের আগে মিসবাহ যদি নিজের সেরা ফর্মে ফিরতে এবং দলকে আশানুরুপ ফল এনে দিতে না পারেন, তাহলে তাকে বাদ দিয়ে আফ্রিদিকে ওয়ানডের অধিনায়ক করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কারণ ওয়ানডে অধিনায়ক হিসেবে আফ্রিদি বেশ সফল। ততোটা সফল নন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে। আফ্রিদি এর আগে পাকিস্তানকে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে জয় ৮টিতে ও হার ১১টিতে। আর ওয়ানডেতে পাকিস্তানকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৮টিতে জয় ও ১৫টিতে হেরেছিলেন।