‘বৃহন্নলা’ মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর
বিনোদন ডেস্ক : ১৯ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বৃহন্নলা’। এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ছবিটির প্রাক প্রদর্শনীর আয়োজন করা হয়। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বৃহন্নলার প্রাক প্রদর্শনী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বৃহন্নলা ছবির পরিচালক মুরাদ পারভেজ, এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) আসিফ ইকবাল এবং ছবিটির অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী সোহানা সাবাসহ ছবির কলাকুশলীবৃন্দ।২০১০-১১ অর্থবছরে সরকারী অনুদানে নির্মিত বৃহন্নলা চলচ্চিত্রটি রাজবাড়ী এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে দৃশায়ন হয়েছে। চলতি বছরের ৯ জুন ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। ১৬ জুন সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পায়।
ছবিটি ইতোমধ্যে দর্পণ সিংগাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। নির্মাতা মুরাদ পারভেজ, অভিনেত্রী সোহানা সাবা এবং অভিনেতা ফেরদৌস উৎসবে অংশগ্রহণ শেষে সিংগাপুর থেকে ১৫ সেপ্টেম্বর ঢাকা ফিরেছেন।ছবিটিতে আরো অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, ইন্তখোব দিনার, দিলারা জামান, ড.এনামুল হক ,ঝুনা চৌধুরী, কেএস ফিরোজ, মানোস বন্দপাধ্যয়, এস এম মহসিন, খালেকুজ্জামান, সাহানা সুমী, আব্দুলাহ রানা, কহিনুর, আন্না পুতুল, উত্তম গুহ, সাহাদাত হোসাইন সাগর, শামীম আল মামুন, মাহমুদ আলম এবং অন্যান্য।বৃহন্নলা চলচিত্রটির মোট গান রয়েছে ৪টি। সবগুলো গানের সুর এবং সংগীত করেছে ইমন সাহা। আর গান গুলোতে কন্ঠ দিয়েছে কনা, দেবলিনা সুর এবং ভারতের ঋতুরাজ সেন। তিনটি গানের কথা লিখেছেন কবির বকুল। একটি গান লিখেছেন দেবলিনা সুর।