সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মারা গেছেন এক নির্মাণশ্রমিক। মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকায় রেডিও কলোনি এলাকায় আক্কাস আলীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত নির্মাণশ্রমিকের নাম জসিম আলী।
তিনি লালমনিরহাট জেলার হাতীবাদ্ধা উপজেলার বড়খাতা গ্রামের শাহ আলীর ছেলে।পুলিশ জানায়, সকালে আক্কাস আলীর নির্মাণাধীন আটতলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় নিচে পড়ে যান ওই শ্রমিক। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।