বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অ্যাডলফ হিটলারের সঙ্গে যুক্ত গির্জা শয়তানের প্রতীক !

অ্যাডলফ হিটলারের সঙ্গে যুক্ত গির্জা শয়তানের প্রতীক ! 

ডেস্ক রিপোর্ট : অ্যাডলফ হিটলারের সঙ্গে যুক্ত ছিল এমন এক গির্জা পুনর্নির্মাণ নিয়ে জার্মানিতে শুরু হয়েছে জোর বিতর্ক। এ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন দেশটির দুই পক্ষ। এ বিতর্ক গির্জা নির্মাণের ক্ষেত্রে প্রাচীন ঐতিহ্য ধ্বংস করা কিংবা এর ইটপাথরই নয়, বিতর্কটা অন্য স্থানে। জার্মানির পোস্টডাম শহরের গির্জাটি পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়ে একে অন্যের মধ্যে সংঘাতের মতো ঘটনাও ঘটেছে।

Hitlar

প্রাচীন গির্জাই নয়, জার্মান ইতিহাসের জন্য গির্জাটি অনেক তাৎপর্যপূর্ণ। গ্যারিসন চার্চ নামের গির্জাটি যাজকপল্লি (প্যারিশ) নামে খ্যাত এবং প্রুুশিয়ান রাজপরিবারের কাছে এটি ব্যাপক জনপ্রিয় ছিল। ফ্রেডরিক দ্যা গ্রেটসহ প্রুশিয়ান রাজাদের কবরস্থান রয়েছে এ গির্জায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধনের জন্য হিলটারকে প্রশংসা ও স্বীকৃতি দিয়েছিল গির্জাটি। গির্জাটি শুধু ধনীদের জায়গা ছিল। ১৯৩৩ সালের ২৩ মার্চ নাৎসিপ্রধান হিসেবে গির্জাটির দায়িত্ব নেন হিটলার। ১৯৪৫ সালে ব্রিটিশ রয়েল বিমানবাহিনীর হামলায় গির্জাটি প্রায় সম্পূর্ণ অংশ ধ্বংস হয়ে যায়। সেখানে ঐতিহ্য ও অবাক হওয়ার মতো তেমন কিছু ছিল না। ১৯৬৮ সালে পূর্ব জার্মানির কমিউনিস্ট শাসক ডিনামাইট দিয়ে এটি উড়িয়ে দেয়। কিন্তু পরে এটি পুনর্নির্মাণের জোর দাবি ওঠে। এখানে গির্জার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা রয়েছে। জার্মানির নতুন প্রজন্ম কুখ্যাত হিটলারের স্মৃতি ধরে রাখতে চায় না। তাদেরই একজন ম্যাক্সিমিলিয়ান দালিচাও বলেন, ‘এ গির্জাটি একটি শয়তানের প্রতীক। এটাকে আমরা লালন করতে পারি না। এখানে শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনার উপযুক্ত স্থান নয়। তাই বিশ্বে এটির অস্তিত্ব থাকুক, আমি তা চায় না।’

তথ্যসূত্র : বিবিসি।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone