‘রায়ের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত’
সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আদালতের রায়ের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত। যানবাহন চলাচল বন্ধ করে প্রতিক্রিয়া জানানো ঠিক নয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একটা রায়ে সবাই সন্তুষ্ট হতে পারে না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি নিজেও সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম এবং চাইবো। তবে আদালতের রায় মেনে নিতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গণজাগরণ মঞ্চ সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছিল। ফাঁসির রায় হয়নি বলে তারা রাস্তাঘাট আটকে সড়ক বন্ধ করে দিয়ে প্রতিক্রিয়া জানাবে এটা ঠিক নয়। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। জনগণের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।’ জামায়াতের দুইদিনের হরতাল আহবান প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘জামায়াত একটি রাজনৈতিক দল। জামায়াত হরতাল ডেকেছে এটা আমার জানা নেই। তবে এর আগে জামায়াতে ইসলামীর তাণ্ডব দেশের মানুষ দেখেছে। ওই সময় যে ভাবে জনগণ হরতাল প্রত্যাখান করেছে, এখনো সেইভাবে তারা হরতাল প্রত্যাখান করবে।’