বাংলাদেশের বিপক্ষে রেকর্ডময় চন্দরপল
ডেস্ক রিপোর্ট : শিবনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান। বাংলাদেশ যার প্রিয় প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের রয়েছে অনেক রেকর্ড। মঙ্গলবার রাতে শেষ হওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিন ইনিংস ব্যাট করে ১৩৫ গড়ে ২৭০ রান করেন। তিন ইনিংসেই তিনি অপরাজিত থাকেন।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এ পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮টিতে, বাংলাদেশ ২টিতে। বাকি দুটি টেস্ট ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন শিবনারায়ণ চন্দরপল। ইনিংস খেলেছেন ১৮টি। রান করেছেন ৮৯৭। ব্যাটিং গড় ১৪৯.৫০। তার মধ্যে সেঞ্চুরি করেছেন ৬টি। হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০৩ রান।
ক্রিকেট ইতিহাসে এমন প্রতিপক্ষ খুব কমই আছে, যাদের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের গড় হতে পারে ১৪৯.৫০। এখানেই শেষ নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলে। দুই টেস্টের একটিতেও চন্দরপলকে আউট করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে চন্দরপল ৮৫ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।
দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস অপরাজিত থাকেন ৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য তুলে নেন অপরাজিত সেঞ্চুরি (১০১)। বাংলাদেশের মতো এমন প্রিয় প্রতিপক্ষকে হয়তো মনে রাখবেন তিনি অনেক দিন।