অভিনয়ে ফিরছেন পপি!
এইদেশ এইসময়, ঢাকা: অনেক দিন বড় পর্দার বাইরে রয়েছেন চিত্রনায়িকা পপি। অনেকটা অজানা কারণেই তাকে আর বড় পর্দায় দেখতে পারছেন না তার ভক্তরা। বড় পর্দা থেকে দূরে থাকলেও এবার তাকে দেখা যাবে ছোট পর্দায়। আসছে কোরবানীর ঈদের একটি টেলিফিল্মে অভিনয় করবেন তিনি।
এ টেলিফিল্মের ব্যাপারে পপি বলেন, এ টেলিফিল্মে আমার চরিত্রের নাম নীরা। একটি বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করি। সেখানে পরিচয় হয় বয়সে ছোট এক সহকর্মী ও তার বড় ভাইয়ের সঙ্গে। দুই ভাইয়ের সঙ্গে এক ধরনের সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এ টেলিছবির কাহিনি।
চলতি মাসের ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ শুরু হবে। এখানে পপির সহশিল্পী হিসেবে থাকছেন অপূর্ব ও জনি। কোরবানীর ঈদের অনুষ্ঠানমালায় কোনো একটি টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা সূত্র।