হরতালে কড়া নিরাপত্তা সচিবালয়ে
সচিবালয় প্রতিবেদক : জামায়াতের ডাকা হরতালে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার মধ্য দিয়েই বৃহস্পতিবার সকাল থেকে দাফতরিক কাজ-কর্ম চলছে স্বাভাবিকভাবে।
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আজ সকাল থেকেই সচিবালয়ে কর্মীরা আসা শুরু করে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে উপস্থিত হন। ফলে অন্য কর্মদিবসের মতোই কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি রয়েছে।
হরতালে সকাল থেকে প্রেসক্লাবসংলগ্ন সচিবালয় পাঁচ নম্বর গেটের লিংক রোড, জিপিওর পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আব্দুল গনী রোডের মুখে দুইটি লেনই বন্ধ করে দেওয়া হয়েছে। সচিবালয়ের ভেতরে ও বাইরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।