রাজধানীতে পিকেটিংয়ের সময় ২ শিবিরকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হরতালে পিকেটিংয়ের সময় দুই শিবিরকর্মীকে আটক করা হয়। তবে তাদের নাম নিশ্চিতভাবে এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রথম দফা চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।
Posted in: জাতীয়