রাজধানীর মতিঝিলে ঢিলেঢালা হরতাল
নিজস্ব প্রতিবেদক : জামায়াতের ডাকা প্রথম দিনের হরতালে রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকা একেবারেই নিরুত্তাপ। লোকজন ও যানবাহনের চলাচল এখানে স্বাভাবিক। তবে প্রাইভেট গাড়ির সংখ্যা তুলনামূলক কম। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
সরেজমিনে বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টার দিকে মতিঝিল পল্টন এলাকায় এ চিত্র লক্ষ্য করা যায়।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়, বরাবরই বৃহস্পতিবার মতিঝিল এলাকায় লোকজনের চাপ থাকে একটু বেশি। বৃহস্পতিবারের হরতালে তার কোনো ব্যতয় লক্ষ্য করা যায়নি।
মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী নিউভিশন পরিবহণের গাড়িচালক কামাল উদ্দিন বলেন, ‘মিরপুর ১০ নম্বরে গাড়িতে লোক তুলে দরজা লাগিয়ে একটানে মতিঝিল এসেছি। কোথাও কোনো যানজট কিংবা পিকেটিং চোখে পড়েনি।’ রাস্তায় বিপুল সংখ্যক গণপরিবহণ থাকলেও প্রাইভেট যান না থাকার কারণে কোনো যানজট নেই বলেও এ সময় জানান তিনি।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে সবখানে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এমনকি মিছিল মিটিংও হয়নি।
একই কথা জানিয়েছেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রলয় কুমার।